নয়া দিল্লি, ২৪ এপ্রিল: কোনও বিচারপতি বিচারধীন মামলার বিষয়ে কখনও কোনও বিচারপতি সাক্ষাৎকার দিতে পারেন না। পর্যবেক্ষণে এমনটাই জানালেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। টিভি চ্যানেলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) কোনও সাক্ষাৎকার দিয়েছেন কি না তা জানতে চাইলেন দেশের প্রধান বিচারপতি।
এই বিষয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে হলফনামা জমা দিয়ে জানাতে বললেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।
দেখুন টুইট
Chief Justice of India (CJI) #DYChandrachud said that judges have no business giving interviews to news channels on matters pending before them.
Read: https://t.co/rER9Dppmxh pic.twitter.com/RB6WOWdKI5
— IANS (@ians_india) April 24, 2023
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, " যদি বিচারাধীন মামলা নিয়ে কোনও সাক্ষাৎকার দিয়ে থাকেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাহলে তিনি ওই মামলার শুনানি করার অধিকার হারিয়েছেন।"কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে ওঠার পরই দেশের শীর্ষ আদালত এমন পর্যবেক্ষণের কথা জানায়। গত বছর সেপ্টেম্বরে বাংলার এক নিউজ টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই বিষয়টি সুপ্রিম কোর্চের সামনে তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি।
দেখুন টুইট