কলকাতাঃ আরজি কর(RG Kar Case) মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে(Lady Doctor) ধর্ষণ(Rape) ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। শিয়ালদা আদালত থেকে দুপুরেই প্রেসিডেন্সি জেলে ফিরে গিয়েছেন সঞ্জয়। পাশে নেই পরিবার। রায় ঘোষণার পর ধৃত সঞ্জয়ের মা বলেন, "যদি আমার ছেলে দোষ করে তবে নিশ্চই সাজা পাক। আমি একা কাঁদব কিন্তু সাজা মেনে নেব।" শুধু তাই নয় মালতী রায় আরও বলেন, "আমি বুঝতে পারি নির্যাতিতার মায়ের কষ্টটা। আমার ছেলেকে যদি ফাঁসি দেওয়া হয় আমার তাতে কোনও আপত্তি নেই।" ছেলের সঙ্গে দেখা করতে জেলে গিয়েছিলেন কিনা তা জানতে চাইতে তিনি বলেন, "কেন যাব? আমি ক্লান্ত।"
রায়দানের পর কী বললেন ধৃত সঞ্জয়ের মা?
অন্যদিকে এদিন রায়দানের পর আদালতেই কান্নায় ভেঙে পড়েন সঞ্জয়ের দিদি। এদিন রায় ঘোষণার সময় সঞ্জয় রায়ের সঙ্গে কথা বলেন বিচারক অনির্বাণ দাস ৷ সঞ্জয়কে তিনি জাানান, সিবিআইয়ের দেওয়া প্রমাণ অনুযায়ী অনুমান আপনিই দোষী ৷ এই অপরাধে জ়ড়িত থাকার জন্য আপনার সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে ৷ সর্বনিম্ন যাবজ্জবীনের সাজা হতে পারে ৷ আপনার কী বলার আছে? উত্তরে সঞ্জয় বলে, "আপনি আমার রদ্রাক্ষ মালার কথাটা শুনে নিন ৷ আমি এই ঘৃণ্য অপরাধ করলে আমার গলার মালা ছিঁড়ে যেত বা পড়ে যেত ৷ কিন্তু ওই মালা এখনও আমার গলায়৷ এই ঘৃণ্য অপরাধের সঙ্গে আমি কোনওভাবেই জড়িত নই ৷ আইপিএস আধিকারিক আমায় যা যা বলেছে আমি তাই করেছি ৷ আমাকে ফাঁসানো হয়েছে ৷"
আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের মায়ের বক্তব্য
"No Objection If Court Decides To Hang Him": RG Kar Case Convict's Motherhttps://t.co/nupAVSWkJL pic.twitter.com/yyAQxvf1ak
— NDTV (@ndtv) January 19, 2025