Dilip Ghosh On Operation Sindoor (Photo Credit: PTI/X)

নয়াদিল্লিঃ সন্ত্রাসবাদের (Terrorism )বিরুদ্ধে ভারতের (India) পরবর্তী পদক্ষেপ কী হবে? সোমবার রাতে খোলা ভাষণে সে কথা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।এরপর ওপার থেকে আক্রমণ আসলে পাল্টা কীভাবে তার জবাব দেবে মোদীর ভাষণে স্পষ্ট সেকথাও। আর এবার মোদীর বক্তব্যের সঙ্গে একশো শতাংশ সহমত পোষণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গল সকালে সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, "সন্ত্রাসবাদ ও পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সিদ্ধান্ত একেবারে পরিস্কার। পাকিস্তানকে সংযত হওয়ার একটা সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের বক্তব্য খুব পরিস্কার, আমরা কোনও রকম পরমাণু হুমকিতে ভয় পাবো না আর আগামীতে এই ধরনে হুমকির বিরুদ্ধে কী করা উচিত তাও বুঝিয়ে দেওয়া হবে।"

সন্ত্রাসবাদ নিয়ে কী বলছেন দিলীপ ঘোষ?

সোমরাতে জাতির উদ্দেশে ভাষণে মোদী বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি খুব স্পষ্ট। ভারত আগামীতেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যোগ্য জবাব দেবে।" এদিন তিনি আরও বলেন, "এই যুগ যুদ্ধের নয়। কিন্তু এই যুগ সন্ত্রাসেরও নয়। সন্ত্রাস এবং আলোচনা এক সঙ্গে হতে পারে না। সন্ত্রাস এবং বাণিজ্য এক সঙ্গে চলতে পারে না। রক্ত এবং জল এক সঙ্গে বইতে পারে না।" এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, "এই যুগ যুদ্ধের নয়। কিন্তু এই যুগ সন্ত্রাসেরও নয়। সন্ত্রাস এবং আলোচনা, সন্ত্রাস এবং বাণিজ্য এসব একই সঙ্গে চলতে পারে না। রক্ত এবং জল এক সঙ্গে বইতে পারে না।"

 'ভারত পরমাণু হুমকিতে ভয় পায় না' মোদীর বক্তব্যে সহমত পোষণ দিলীপের