Bengal Weather (Photo Credit: X@WeatherRadar_IN)

নয়াদিল্লিঃ বঙ্গোপসাগরে (Bay Of Bengal) ফের ঘনীভূত নিম্নচাপ যার জেরে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে প্রবল বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা মঙ্গল থেকেই শুরু হবে বৃষ্টি তবে আগামিকাল অর্থাৎ ২৩ জুলাই থেকে বাড়বে ঝড়বৃষ্টির পরিমাণ সপ্তাহের শেষভাগ পর্যন্ত টানা চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও। আজ, মঙ্গলবার দিনভর কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জানুন বিস্তারিত।

ইতিমধ্যেই আগামী পাঁচদিনের জন্য দক্ষিণবঙ্গে জারি সতর্কতা বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিসষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ, মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও পাল্লা দিয়ে দুর্যোগের সম্ভাবনা সপ্তাহজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙ-সহ কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি

দাবদাহ থেকে মুক্তি কবে? জেনে নিন মঙ্গলের আবহাওয়ার হালহকিকত