কলকাতাঃ ছুটি (Holiday) কাটিয়ে আজ, সোমবার অফিসে (Office) ফেরার দিন। তাই সকাল থেকেই আকাশের (Sky) দিকে তাকিয়ে নিচ্ছেন অনেকেই। বিশেষ করে যাঁদের বাড়ি থেকে না বেরোলেই নয়। সঙ্গে ছাতা নিয়ে বের হবেন না লাগবে না, এই ভাবছেন তো? তাহলে জেনে নিন সোমবার দিনভর কেমন থাকবে বঙ্গের আবহাওয়া। আজ, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু হলেও কমবে, এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। তবে বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলী, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
সোমবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?
তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবারও আবহাওয়ায় খুব একড়া হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে সোমবার উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল, ইতিমধ্যেই জারি হলুদ সতর্কতা। পাশাপাশি বৃষ্টি হতে পারে কোচবিহার ও জলপাইগুড়িতেও।
ছুটি কাটিয়ে অফিসে ফেরার পালা, ব্যাগে কি ছাতা রাখবেন না প্রয়োজন নেই? জানুন কেমন থাকবে সোমের আবহাওয়া
7 days forecast of #Capital City pic.twitter.com/e7Z5YG0Q8c
— IMD Kolkata (@ImdKolkata) August 9, 2025