কলকাতাঃ দুপুর গড়িয়ে বিকেল (Evening) হতেই দুর্যোগের (Thunderstorm) ঘনঘটা। বাংলায় ধেয়ে আসছে কালবৈশাখী। আগামীকাল বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা। আপাতত দু'দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তবে বৃহস্পতিবার থেকে আর মিলবে না স্বস্তি। ক্রমশ শুষ্ক হবে আবহাওয়া। বাড়বে গরম। বাংলায় ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার সহাবস্থানে এই সপ্তাহের শুরুতে মনোরম আবহাওয়া রয়েছে। এই সহাবস্থানের কারণেই মঙ্গলবার বঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বৃষ্টির দোসর হতে পারে দমকা হাওয়া। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিকেল থেকেই বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা?
পূর্ব ও পশ্চিম বর্ধমান, শ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় জারি বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে দুই বঙ্গেই প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। আগামীকাল অর্থাৎ বুধবার দুই ২৪ পরগনা, নদীয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। বৃষ্টির সঙে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শুরুতে যতটা মনোরম আবহাওয়া, সপ্তাজ শেষে ঠিক তার উল্টোটা হবে বলে জানিয়ছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে একটু একটু করে বদলাতে শুরু করবে আবহাওয়া। শুক্র থেকে শুষ্ক আবহাওয়ায় অস্বস্তি বাড়বে। তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিকেলেই ধেয়ে আসছে কালবৈশাখী, কতদিন স্থায়ী স্বস্তির আবহাওয়া? জানাল হাওয়া অফিস
7 days forecast of #Capital City pic.twitter.com/w15b2DJS0x
— IMD Kolkata (@ImdKolkata) May 5, 2025