Kerala Rain Red Alert (Photo Credit: X@BreakingKerala)

নয়াদিল্লিঃ দোরগোড়ায় পুজো। কিন্তু কলকাতায় দেখা নেই রোদঝলমলে আকাশের। মেঘলা আকাশ। কখনও আবার ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। সোমবারের পর এবার মঙ্গলবারেঈ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস। এদিন পশ্চিমবঙ্গের দুই জেলা বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, ,কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে  ভারী বৃষ্টি হতে পারে ৷ এছাড়া বাকি প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। এমনকী বুধবার বিশ্বকর্মা পুজোর দিনও দুর্যোগের হাত থেকে মুক্তি নেই। এদিনও সকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গের আকশেও দুর্যোগের ঘনঘটা। জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস। মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার ও বৃহস্পতিবারে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকবে। আগামী শুক্রবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে।

 উৎসবের মরশুমে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, মঙ্গলেও ভাসাবে বৃষ্টি? রইল আবহাওয়ার হালহকিকত