নয়াদিল্লিঃ কাটছে নিম্নচাপ। সোমবার থেকে অল্প সময়ের জন্য বিরতি নিতে পারে বৃষ্টি(Rain)। সপ্তাহের শুরুতে বৃষ্টি কমলেও দুর্যোগের কালো মেঘ এখনই কাটছে না। ফের নতুন করে ঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরেই ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ২৯ থেকে ৩০ অগস্ট ফের বাংলাজুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টি চলবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত।
আজ, সোমবার বাংলাজুড়ে রোদ ঝলমলে থাকবে আকাশ। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী বুধবাররে মধ্যে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। রবিবার কলকাতার চ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। চ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৭ শতাংশ। সোমবারও তাপমাত্রা এরই আশেপাশে ঘোরাফেরা করবে। অন্যদিকে সোমবার পুরুলিয়া ও দীঘার উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা যাওয়ায় সোমবার দুপুরে উপকূলের দুই জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বহুদিন বাদে রোদ ঝলমলে বাংলার আকাশ, সারাদিন কেমন থাকবে আবহাওয়া? যা জানাল হাওয়া অফিস
7 days forecast of #Capital City pic.twitter.com/ZPJv6PQTOq
— IMD Kolkata (@ImdKolkata) August 24, 2025