Cloudy (Photo Credits: Wikipedia)

নয়াদিল্লিঃ রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ (Sky)। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় (District) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে বঙ্গে অত্যন্ত সক্রিয় বর্ষার বাতাস। সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আর তার জেরেই এই বৃষ্টি বলে মত বিশেষজ্ঞদের।

রবির আকাশে দুর্যোগের ঘনঘটা, কখন নামবে বৃষ্টি?

হাওয়া অফিসের খবর অনুযায়ী, রবিবার বাঁকুড়া, দক্ষিণ ১৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়া এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে বলেই খবর। পাশাপাশি দুর্যোগের ঘনঘটা উত্তরবঙ্গের আকাশেও। রবি থেকেই শুরু দুর্যোগ। আগামী মঙ্গলবার থেকে তা আরও বাড়ার আশঙ্কা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ, ৬ জুলাই কলকাতার সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।গতকাল অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। আর সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকেই মেঘলা আকাশ, রবিতে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জানুন