কলকাতাঃ বঙ্গোপসাগরে (Bay Of Bengal) ফের ঘনীভূত নিম্নচাপ। যার প্রভাবে আগামী কয়েকদিন উত্তাল থাকবে সমুদ্র। টানা দুর্যোগের আশঙ্কাও রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যে সক্রিয় বর্ষার বায়ু। যার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গেয় বঙ্গে উচ্চ ঘূর্ণাবর্তের জেরেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুধু বৃষ্টিই নয়, সেই সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সেই সঙ্গে ১ জুলাই থেকে উত্তাল হতে পারে সমুদ্র। যার জন্য মৎস্যজীবীদের জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছে।
রবিতে দিনভর কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?
রবিবার সন্ধ্যায় ৭-১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলী, বাঁকুড়া-সহ একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। দার্জিলিংম আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কোচবিহার, কালিম্পং-সহ একাধিক জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিতে বঙ্গে দুর্যোগের ঘনঘটা, কখন নামবে বৃষ্টি? জানাল হাওয়া অফিস
A low-pressure area forming over the north Bay of Bengal and adjoining coastal areas of Bangladesh and West Bengal is expected to trigger heavy to very heavy rainfall across parts of Odisha through July 4, the India Meteorological Department (IMD) said Saturday. #Weather #IMD… pic.twitter.com/w3WDAAvFCW
— Orissa POST Live (@OrissaPOSTLive) June 28, 2025