কলকাতাঃ বঙ্গোপসাগরে (Bay of Bengal) ফের ঘনীভূত নিম্নচাপ। যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (Districts) ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধ থেকেই বাড়বে দুর্যোগ, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। জেনে নিন আজ, বুধবার দিনভর কেমন থাকবে বঙ্গের আবহাওয়া।
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, বঙ্গে ফের শুরু হতে চলেছে দুর্যোগ
আবহাওয়া দফতপ্র সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে সক্রিয় হবে নিম্নচাপ। যার জেরে বুধবার থেকেই শুরু হবে বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে স্থলভাগে যার জেরে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। জারি হয়েছে হলুদ সতর্কতা।
বঙ্গোপসাগরে ফের ঘনীভূত নিম্নচাপ,জেলায় জেলায় দুর্যোগ, জেনে নিন বুধের আবহাওয়ার হালহকিকত
7 days forecast of #Capital City pic.twitter.com/6W7WuOmL5t
— IMD Kolkata (@ImdKolkata) July 22, 2025