প্রতীকী ছবি (Photo Credits: ANI)

কলকাতাঃ ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। যার জেরে সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে (West Bengal) ঝড়বৃষ্টির (Rain) সম্ভাবনা। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা(Kolkata), দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলীতে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের উপর ঘনীভূত হয়েছে নিম্নচাপ। সোমবার রাতে তা দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছিল। আর এরই জেরে মঙ্গল সকাল থেকে শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টা এই দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে রাজ্যের সব জেলাতেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদিনই প্রায় আকাশ মেঘলা থাকবে বলে জানা গিয়েছে। আজ, মঙ্গলবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি ও ২৫ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে সোমবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪.০ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি কম ৷

মঙ্গলবার সারাদিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া

বুধবারও দুর্যোগ থেকে মুক্তি নেই বঙ্গবাসীর। আগামিকালও বঙ্গজুড়ে জারি ঝড়বৃষ্টির সতর্কতা। বুধবার বঙ্গোপসাগরে ঘণ্টায় ৬০ কিমোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া নিম্নচাপের জেরে অশান্ত থাকবে সমুদ্র। যার জেরে আগামী ২৪ ঘণ্টা মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধের পর আগামী বৃহস্পতিবার থেকে কিছুটা হলেও কমতে পারে ঝড়বৃষ্টির দাপট। তবে বৃষ্টি পুরোপুরি কমতে সময় লাগবে রবিবার পর্যন্ত।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আকাশেও দুর্যোগের ঘনঘটা। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী নিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গল সারাদিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?