কলকাতাঃ বিগত কয়েকদিন স্বস্তি দিলেও ফের বাড়ল সোনার দাম (Gold Price) । বুধেও বেড়েছিল দাম। বৃহস্পতিবারও সেই ধারা অব্যাহত। জেনে নিন আজ, বৃহস্পতিবার কলকাতায় (Kolkata) সোনার দাম কত। আজ, ৩ জুলাই বৃহস্পতিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯২৫৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৭৪১০ টাকা। ২২ ক্যারেট সোনা বেঁচতে গেলে দাম ১ গ্রাম প্রতি দাম পাবেন ৮৮৬৪ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭৬০০০ টাকা। গতকাল ২ জুলাই বুধবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ছিল ৯,০৬৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৯,৮৮৯০ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭৪১৭০ টাকা।
লক্ষীবারে কলকাতায় কত হল সোনার দাম? জানুন
পরিসংখ্যান বলছে গত বছর জুলাই মাসে গ্রাম প্রতি ২৪ ক্যারেট সোনার দাম নেমে এসেছিল ৬৮০০ টাকায়। চলতি বছরে সেই দাম ছুঁয়েছে ১ লক্ষের গণ্ডি। তবে বিশেষজ্ঞদের মতে, আগামীতে ফের অনেকটাই কমবে সোনার দাম। ম্যাক্স লেটন ও অন্যান্য বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের শেষ দিকে ভারতে সোনার দাম নেমে আসতে পারে ৭৬ হাজারের কাছাকাছি।
লক্ষ্মীবারে ফের চড়ল সোনার দর, আজ কিনতে কত টাকা পড়বে গয়নার দাম?
Gold and silver prices on July 3: Gold rate rises in India; check latest price in your city#GoldPrice https://t.co/zsnSIXZ0Ul
— Kalinga TV (@Kalingatv) July 3, 2025