Gold. (Photo Credits: X)

কলকাতাঃ মধ্যবিত্তের কপালে ফের চিন্তার ভাঁজ একলাফে ফের বাড়ল সোনার দাম(Gold Price) অগস্ট মাস পড়তেই চড়চড়িয়ে বাড়তে শুরু করল সোনার দাম চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই মধ্যবিত্তের হাতের নাগাল ছাড়াতে শুরু করেছে সোনার দাম যত দিন যাচ্ছে এবাএ ধরা ছোঁয়ার বাইরে যেতে শুরু করেছে দাম জানুন মঙ্গলবার কলকাতা শহরে সোনার দাম বেড়ে কত হয়েছে

ফের একলাফে বাড়ল সোনার দাম, জেনে নিন আজ শহরে সোনা রুপোর দর

আজ, অগস্ট কলকাতায় গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ৯৫২০ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৯৫২০০ টাকা অন্যদিকে গ্রাম ২২ ক্যারেট সোনা বেচতে গেলে দাম পাবেন ৯১১৭ টাকা ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা বেচতে গেলে দাম পাবেন ৯১১৭০ টাকা মঙ্গলবার কলকাতায় গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০০১৯ টাকা ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০০১৯০ টাকা এছাড়া গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭৮১৫ টাকা ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭৮১৫০ টাকা এছাড়া সোনার পাশপাশি বেড়ে গিয়েছে রুপোর দামও কলকাতায় আজ, মঙ্গলবার কেজি রুপোর দাম ১,১২,৫০৪ টাকা

মধ্যবিত্তের পকেটে ফের টান, একলাফে বাড়ল সোনার দাম