নয়াদিল্লিঃ আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতি অব্যাহত। আর তারই প্রভাবে বেড়েই চলেছে সোনার দাম। সেপ্টেম্বর পড়তেই তড়তড়িয়ে বেড়েছে দাম। মঙ্গলবারও সেই ধারা অব্যাহত। জেনে নিন মঙ্গলবার কলকাতা ও অন্যান্য শহরে সোনার দাম বেড়ে কত হয়েছে।
আজ, ৯ সেপ্টেম্বর মঙ্গলবার কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১০৩৫৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৩৫৫ টাকা। অন্যদিকে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৯০০ টাকা। ২২ ক্যারেট সোনা বেঁচতে গেলে দাম পাবেন ৯৯১৯ টাকা। এছাড়া আজ, মঙ্গলবার কলকাতায় ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৮৫০০ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৮৫০০০ টাকা। সোনার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দাম। আজ, ৯ সেপ্টেম্বর কলকাতায় ১ কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ১২৫৪৭৫ টাকা। সোমবার ৮ সেপ্টেম্বর কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৯৯৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১০৮৩৮০ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ছিল ৮১২৯০ টাকা।
ফের লাখের গণ্ডি ছুঁল সোনার দর, জেনে নিন মঙ্গলবারের দাম
Gold Rate Today: Gold prices in India saw a significant surge today, reversing a recent trend of minor fluctuations. The price for 24-karat gold has jumped to Rs 11,029 per gram, a notable increase of Rs 136 from yesterday's price of Rs 10,893. Similarly, 22-karat gold is now… pic.twitter.com/PGUM6WMHKU
— The Daily Jagran (@TheDailyJagran) September 9, 2025