কলকাতাঃ জুলাই (July) মাস পড়তেই সোনার দামে (Gold Price) ওঠানামা শুরু হয়েছে। কখনও খানিক দাম কমছে কখনও আবার চড়চড়িয়ে বাড়ছে দাম। এবার সপ্তাহের প্রথমদিনেই ফের একলাফে বাড়ল সোনার দাম। জেনে নিন সপ্তাহের প্রথম দিন সোনা কিনতে হলে কত টাকা খসাতে হবে।আজ, সোমবার ২১ জুলাই বুলিয়ন মার্কেট কর্তৃক প্রকাশিত সোনা দাম বলছে, ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৯১,৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১,০০,৩০০ টাকা। পাশাপাশি ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ৭৫,২৪০ টাকা। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। ১ কেজি রুপোর দাম হয়েছে ১,১৬,০০০ টাকা।
২১ জুলাই কলকাতায় কত হল সোনার দাম? জানুন বিস্তারিত
২১ জুলাই দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৯১,৯৫০ টাকা। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে হলে খসাতে হবে৯১,৮০০। হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার গয়নার দাম ৯১,৮০০ টাকা। মুম্বইয়েও দাম একই। অন্যদিকে আজ, সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,০০,৩০০ টাকা। দিল্লিতেও ১০ গ্রাম পাকা সোনার দাম ১,০০,৩০০ টাকা। হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১,,০০,১৫০ টাকা।
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল, গয়না কেনার আগে জেনে নিন বাড়ল না কমল দর
Gold price Today : सोन्याला झळाळी, एवढ्या रुपयांवर पोहचले भाव, आजचे ताजे दर घ्या जाणूनhttps://t.co/WlILrMeuKq pic.twitter.com/l6GedwMDky
— oneindiamarathi (@oneindiamarathi) July 21, 2025