কলকাতাঃ চলতি বছরের মাঝামাঝি থেকেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যেতে শুরু করেছে সোনার দাম(Gold Price)। জুলাই (July) মাসের শেষ থেকে কার্যত সত্যিই সোনায় হাত দেওয়া অসম্ভব হয়ে উঠেছিল। অগস্ট পড়তে আরও বাড়তে থাকে দাম। তবে স্বাধীনতা দিবসের (Independence Day 2025) আগে একটু করে কমছে সোনার দাম। সোমবারই তার রেশ পাওয়া গিয়েছিল। এবার মঙ্গলে আরও সস্তা হল সোনা। জেনে নিন, আজ মঙ্গলবার কলকাতায় সোনার দাম কত।
শহরে কত কমল সোনার দাম? গয়না গড়ানোর আগে চোখ বুলিয়ে নিন ঝটপট
আজ, ১২ অগস্ট মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯২,৯৫০ টাকা। গতকালের থেকে গ্রাম প্রতি ৮০০ টাকা কমেছে দাম। এছাড়া মঙ্গলে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০,১৪০০ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭৬ হাজার ১০০ টাকা। অন্যদিকে দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৩,১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০,১৫৫০ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯২,৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০,১৪০০ টাকা। আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার গয়নার দাম পড়বে ৯৩,০০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা অর্থাৎ পাকা সোনার দাম ১০,১৪৫০ টাকা।
মঙ্গলে স্বস্তির রেশ, কয়েক হাজার পর্যন্ত কমল সোনার দাম
#Gold price in India at ₹ 100,540 as of 8:00 am
Read: https://t.co/n3DeTXIqVd pic.twitter.com/MMKGDJkRzN
— NDTV Profit (@NDTVProfitIndia) August 12, 2025