কলকাতা, ২২ মার্চ: কেন্দ্রীয় সরকার নির্দেশ অনুযায়ী দেশের ৭৫টি জেলা শহরকে লকডাউন (Lockdown) করার সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারকেও কেন্দ্রের তরফে সুপারিশ করা হয়েছে, লকডাউন করে দেওয়া হোক কলকাতাকে। আর এই পরিস্থিতিতেই কলকাতাকে (Kolkata) লকডাউন করে দেওয়া হতে পারে বলে সম্ভাবনা অনেকেরই। আগামী ৩১ মার্চ পর্যন্ত কলকাতাতে এই সুপারিশ করা হয়েছে।
দেশের সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শুধু কলকাতা নয়, দেশের ৭৫টি জেলা শহরকে লকডাউন করার প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকার। সেই সূত্রেই জানা গেছে আগামীকাল, অর্থাৎ সোমবার বিকেল থেকে কলকাতা-সহ সমস্ত মিউনিসিপ্যাল শহরকে লক ডাউনের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। তবে, সমস্ত জরুরি পরিষেবা চালু থাকবে বলেই জানানো হয়েছে সরকারি সূত্রে। আর কিছুক্ষণের মধ্যেই জারি হবে লকডাউনের বিবৃতি। আরও পড়ুন, ৩১ মার্চ পর্যন্ত বাতিল সমস্ত প্যাসেঞ্জার ট্রেন, বন্ধ থাকবে কলকাতা মেট্রো
Centre advises state govts to declare lockdown in 75 districts where Covid-19 reported: officials
— Press Trust of India (@PTI_News) March 22, 2020
করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হল। শনিবার সকালে বিহারের পটনার (Patna) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (AIIMS) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর কাতার (Qatar) যাওয়ার রেকর্ড রয়েছে। মৃতের নাম সইফ আলি। তিনি মুঙ্গরের বাসিন্দা। পটনায় আরও এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা ৪।