Bagtui Village (Photo: ANI)

রামপুরহাট, ২৬ মার্চ: কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই রামপুরহাটের (Rampurhat) বগটুই (Bagtui) গ্রামে হত্যাকাণ্ডের তদন্তে নামল সিবিআই (CBI)। ডিআইজি অখিলেশ সিংহের নেতৃত্বে সিবিআইয়ের একটি টিম গতকাল রাতেই রামপুরহাটে পৌঁছেছে। জানা গিয়েছে তদন্তকারী দলে রয়েছেন মোট ৩০ জন। দিল্লির সিএফএসএল-র বিশেষজ্ঞরাও রয়েছেন দলে। আজ সকাল থেকেই বিভিন্ন দলে ভাগ হয়ে কাজ শুরু করবেন তাঁরা।

পুলিশ সূত্রের খবর, রামপুরহাট থানায় গিয়ে মামলার সমস্ত নথি, কেস ডায়েরি আজই নিজেদের হাতে নেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনও পর্যন্ত গোটা ঘটনায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরও নিজেদের হেফাজতে নেবে সিবিআই।ধৃতদের বয়ানও নেওয়া হতে পারে। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে আজ কথা বলতে পারেন তদন্তকারীরা। আরও পড়ুন: Birbhum Violence: 'মুখ্যমন্ত্রীকে দোষারোপ করতে বড় অভিনেত্রী রূপা কান্নাকাটির নাটক করেছেন', কটাক্ষ দোলার

হাইকোর্টের নির্দেশে রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তভার পাওয়ার পর গতকালই এফআইআর দায়ের করেছে সিবিআই। আজ সকালে রাজ্য পুলিশের ইন্সপেক্টর জেনারেল ভরতলাল মীনা রামপুরহাটের বগটুই গ্রামে পৌঁছেছেন।