Birbhum Violence: 'মুখ্যমন্ত্রীকে দোষারোপ করতে বড় অভিনেত্রী রূপা কান্নাকাটির নাটক করেছেন', কটাক্ষ দোলার
Roopa Ganguly, Dola Sen (Photo Credit: Facebook)

দিল্লি, ২৫ মার্চ: মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দোষারোপ করতে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় অনেক 'নাটক' করেছেন। মমতা বন্দ্য়োপাধ্যায়কে দোষারোপ করতে রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) রাজ্যসভায় কান্নাকাটি করলেন। রূপা একজন বড় মাপের অভিনেত্রী, তাই কান্নাকাটিতে তাঁর জুড়ি মেলা ভার। মহাভারতে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করতে গিয়ে রূপা গঙ্গোপাধ্যায় এমন অনেক কান্নাকাটি করেছেন বলে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen)।

পশ্চিমবঙ্গে (West Bengal)  জন্মানো কি অপরাধ? রামপুরহাট (Rampurhat) 'গণহত্যা' নিয়ে শুক্রবার রাজ্যসভায় সরব হন রূপা গঙ্গোপাধ্যায়। রামপুরহাটের বগটুই গ্রামে প্রথমে তৃণমূেলর উপপ্রধান ভাদু শেখকে খুন করা হয়। কে ভাদু শেখকে হত্যা করল, তা কেউ জানে না। ভাদু শেখের মৃত্যুর পর গণহত্যা চালানো হয় বলে অভিযোগ করেন রূপা। বিজেপি সাংসদ আরও অভিযোগ করেন, ভাদু শেখের মৃত্য়ুর পর প্রথমে সেখানেকার বেশ কিছু মানুষের হাত, পা ভেঙে দেওয়া হয়। এরপর হাত, পা ভাঙা অবস্থায় পেট্রোল ঢেলে তাঁদের পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন রূপা। বগটুই গ্রামে গণহত্যা চালানো হয় বলে রাজ্যসভায় বলতে গিয়ে হু হু করে কেঁদে ফেলেন রূপা গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনে হানাদারির পর রুশ সেনা বাহিনীর কত জওয়ানের প্রাণ গিয়েছে? রিপোর্টে চমকে উঠবেন

রাজ্যসভায় রূপা গঙ্গোপাধ্যায়ের ওই মন্তব্যের পর এবার তাঁকে পালটা কটাক্ষ করেন তৃণমূল সাংসদ দোলা সেন।