Trinamool MLA Saokat Molla (Photo: FB)

কলকাতা, ২৬ মে: কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) এবার তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে (Saokat Molla) তলব করল সিবিআই (CBI)। শুক্রবার বেলা ১১টার মধ্যে কলকাতায় সিবিআইয়ের আঞ্চলিক দফতর নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, তৃণমূল বিধায়ককে ব্যাঙ্ক স্টেটমেন্ট, পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আনতে বলা হয়েছে। সিবিআই সূত্রে আরও খবর, ক্যানিং পূর্বের বিধায়কের নামে যদি কোনও ব্যবসা বা সংস্থা থেকে থাকে, তবে সেই সংক্রান্ত সমস্ত নথিও আনতে বলা হয়েছে।

সিবিআই-র তলব পেতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সওকত। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কয়লা পাচারে তাঁর নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। সিবিআই-কে দিয়ে তলব করানো হচ্ছে। আরও পড়ুন: IPL Betting Racket Busted In Kolkata: আইপিএলের ম্যাচ চলাকালীন ইডেনে বসেই বেটিং, ধৃত ৫

কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যেই নাম জড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেককে জেরাও করেছে ইডি। তাঁর স্ত্রী রুজিরাকেও একাধিকবার সমন পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডি। এবার তাঁরই ঘনিষ্ঠ এক নেতাকে ডেকে পাঠাল সিবিআই।