Anubrata Mondal (Photo Credits: Facebook)

কলকাতা, ১০ ফেব্রুয়ারি: অভিনেতা দেবের পর এবার গোরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করল সিবিআই (CBI)। ১৪ ফেব্রুয়ারি তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতারি বা অন্য কড়া পদক্ষেপ থেকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও অনুব্রতকে তদন্তের স্বার্থে সিবিআই-র কাছে হাজিরা দিতে হবে।

গোরু পাচারকাণ্ডে ১৫ ফেব্রুয়ারি তৃণমূল সাংসদ দেবকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। জানা যাচ্ছে, গোরুপাচার মামলায় সাক্ষী হিসেবে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস সাংসদ দেবের নাম। সেই অনুযায়ী তাঁকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে ডেকে পাঠানো হয়েছে। তবে গোরু পাচার মামলায় দেবের নাম কীভাবে উঠে এলে, সে বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি। আরও পড়ুন: DEV: গোরু পাচার মামলায় তৃণমূল সাংসদ অভিনেতা দেবকে নোটিশ পাঠাল সিবিআই

ঘাটাল হাইওয়ে দিয়ে গোরু পাচারের সঙ্গে যুক্ত একটি চক্রের বেশ কয়েকজনকে ধরপাকড় করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের সময় কোনওভাবে দেবের নাম উঠে আসে বলে খবর। ঘাটালের সাংসদ গোরু পাচার সংক্রান্ত বিষয়ে কিছু জানেন কি না, সে বিষয়ে একজন সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।