Narada Scam: নারদকাণ্ডে ফের তলব ম্যাথু স্যামুয়েলকে, ২৪ জুন নিজাম প্যালেসে হাজিরা
ম্য়াথু স্যামুয়েল( Photo Credits-Facebook)

কলকাতা, ১৯ মে, ২০১৯:‌ সারাদা কাণ্ডের তৎপরতার পর এবার জেগে উঠল নারদকাণ্ড। ফের ম্যাথু স্যামুয়েলকে (Mathew Samuel)হাজিরা দিতে নোটিস পাঠিয়েছে সিবিআই(CBI)। আগামী ২৪ জুন তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে জানিয়ে চিঠি পাঠিয়েছে সিবিআই।

দীর্ঘদিন ধরে নারদকাণ্ডে তেমন কোনও অগ্রগতি হয়নি। এই নিয়ে তৃণমূল - বিজেপি আঁতাতের অভিযোগ সরব হয়েছে কংগ্রেস ও বামেরা। আরও পড়ুন, প্রথম দিনেই লোকসভায় দাপট বোঝালেন অধীর

লোকসভা ভোট মিটতেই নড়চড়ে বসেছেন তদন্তকারীরা। ফের একবার তলব পড়েছে নারদ নিউজের এডিটর ম্যাথু স্যামুয়েলের। সিবিআইয়ের সূত্রের খবর, সাক্ষী হিসাবে তলব করা হয়েছে ম্যাথু স্যামুয়েলকে।