কলকাতা: বুধবার পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (West Bengal Central School Service Commission) প্রাক্তন উপদেষ্টা (Ex Advisor) শান্তিপ্রসাদ সিনহার (SP Sinha) বাড়িতে তল্লাশি (search) চালিয়ে আনুমানিক ৫০ লক্ষ টাকা নগদ, দেড় কিলো সোনা, ১৫০০ চাকরি প্রার্থীর তালিকা (candidates list) ও সম্পত্তির কাগজপত্র (property document) উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (Central Bureau of Investigation)।
সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা ও তাঁর স্ত্রী অন্য একটি ব্যক্তির নামে বাড়ি কিনেছিলেন বলে অভিযোগ। বুধবার সেখানে হানা দিয়ে সিবিআইয়ের তদন্তকারীরা আনুমানিক ৫০ লক্ষ টাকা নগদ, দেড় কিলো সোনা (gold), দেড় হাজার চাকরি প্রার্থীর তালিকা ও বেশ কিছু সম্পত্তির কাগজপত্র উদ্ধার করেছে। আরও পড়ুন: Mamata Banerjee's Nephew Akash Banerjee Got Married: বিয়ে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, অনুষ্ঠানে গরহাজির মুখ্যমন্ত্রী
Central Bureau of Investigation (CBI) has conducted searches at Kolkata in an on-going investigation in West Bengal Teacher Recruitment Scam case which led to recovery of Rs 50 lakh (approx), 1.5 kilogram gold, a list of around 1500 candidates and property document: CBI
— ANI (@ANI) March 1, 2023
সিবিআইয়ের তরফে কার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে সেকথা উল্লেখ না করলেও তারা যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (West Bengal Teacher Recruitment Scam) জেলবন্দি শান্তিপ্রসাদ সিনহার বাড়িতেই তল্লাশি চালিয়েছে এটা আর কারও বুঝতে বাকি নেই।
The premise where search was conducted was allegedly purchased by then Advisor of West Bengal Central School Service Commission & his wife in the name of another person: Central Bureau of Investigation (CBI)
— ANI (@ANI) March 1, 2023