পুলিশি অভিযানে ২০১৭ সালে কোনও একটি মামলায় তদন্তের কারণে বাজেয়াপ্ত করা হয়ছিল একটি গাড়ি। দীর্ঘদিন ধরে সেখানেই পড়েছিল। তবে ২০২২ সালে তা আচমকাই উধাও হয়ে যায় থানা চত্বর থেকে। হাজারো খুঁজে তা মেলে না। ঘটনাটি ঘটেছিল এলাকায়। এই নিয়ে পুলিশ নিজেই এফআইআর করে। বৃহস্পতিবার এই মামলাটি যায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে। আর এমন কাণ্ড দেখে কার্যত তাজ্জব বনে যান তিনি। বিচারপতি বলেন, পুলিশ নিজেই চুরির অভিযোগ করতে এসেছে। আসলে পুলিশ নিজেকে বাঁচাতে এই এফআইআর করেছে। আসলে এটা স্রেফ চোখে ধুলো দেওয়ার জন্য করা হয়েছে।
এদিন কলকাতা হাইকোর্টে কার্যত চরম ভর্ৎসনার মুখে পড়ে বিধাননগর পুলিশ কমিশনারেট ও বাগুইআটি থানার। বিচারপতি বলেন, নিউটাউন, রাজারহাটের পর এবা বাগুইআটিতেও ঘটল এই ধরনের ঘটনা। গোটা কমিশনারেটটাই তো গিয়েছে। থানা থেকে গাড়ি চুরির ঘটনা মনে হয় নর্থ বেঙ্গলেই হচ্ছে। এবার বাগুইআটিতেও চুরি হল কমিশনারেটের প্রধানকে এর দায়িত্ব নিতে হবে। থানা থেকে কীভাবে চুরি হল, সেই সময় কর্তব্যরত পুলিশরা কী করছিলেন। সেই প্রশ্নগুলির উত্তর রিপোর্ট সমেত সিপিকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।