Photo Credits: Wikimedia Commons

উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে বোমা বিস্ফোরনের ঘটনায় এনআইে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা রাজর্ষী লাহিড়ি। এবার  সেই দুটি জনস্বার্থ মামলায় খারিজ করে দেওয়া হল কলকাতা হাইকোর্টের তরফে।

এনআইএ চেয়ে জনস্বার্থ মামলা খারিজ প্রসঙ্গে ডিভিশন বেঞ্চের বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য্য জানান, এই বিষয়ে তদন্ত একমাত্র রাজ্য পুলিশই করবে।

দত্তপুকুরে বিস্ফোরনের তীব্রতা দেখে বিরোধী দলনেতা দাবি করেছিলেন যে সেখানে আরডিএক্স ব্যবহত হয়েছে। সেই অভিযোগকে সামনে রেখে তিনি এনআইে তদন্তের দাবি করেন। এবং কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন।এবার সেই মামলা খারিজ করল ডিভিশন বেঞ্চ।

বিস্ফোরনের তীব্রতার জেরে উড়ে যায় বাড়ি, ক্ষতিগ্রস্থ হয় আশেপাশএর বাড়িগুলিও।ঘটনার জেরে মৃত ২। নীলগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে ১ জনকে।