কলকাতা, ১২ মে: কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে রাজ্যে শিক্ষক দুর্নীতি মামলায় তৃণমূলের সাধারণ সচিব অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে সিবিআই জেরায় আর বাধা থাকল না। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কিন্তু কলকাতা হাইকোর্টের এক সদস্যের বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহা এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনওরকম রক্ষাকবচ দিলেন না। সোমবার এই মামলার পরবর্তী শুনানি।
বিচারপতি অমৃতা সিনহা এই মামলা নিয়ে বলেন, " আদালতের দরজা সব সময় খোলা আছে। যে কোনও সময় আসুন, কিন্তু কোনও রক্ষাকবচ নয়।"এই নিয়ে বিচারপতি আগে বলেছিলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তা হলে তদন্তে সহযোগিতা করতে অভিষেকের অসুবিধা কোথায়! "আরও পড়ুন-হলে বসে সপারিষদ 'দ্য কেরালা স্টোরি' দেখলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
দেখুন টুইট
#CalcuttaHighCourt's single-judge bench of Justice Amrita Sinha refused immunity to #TMC national general secretary #AbhishekBanerjee from questioning by #CBI in case relating to expelled party youth leader #KuntalGhosh's letter, in which Ghosh accused the central agencies of… pic.twitter.com/77nzZyc38t
— IANS (@ians_india) May 12, 2023
এদিকে, পুরসভা মামলায় ধাক্কা খেল রাজ্য সরকার। বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে সিবিআই। রাজ্য সরকারের তরফ থেকে সিবিআই তদন্তের পুনর্বিবেচনা করার আর্জি জানানো হলেও তা খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা।