কলকাতা, ২০ মে : রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Chandra Adhikary) মেয়ে অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikary) চাকরি গেল। তাঁকে স্কুল শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এছাড়াও এতদিন পর্যন্ত নেওয়া বেতনও ফেরাতে হবে অঙ্কিতাকে। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেতন দু’টি কিস্তিতে ফেরত দিতে হবে অঙ্কিতাকে। প্রথম কিস্তি দিতে হবে ৭ জুনের মধ্যে। দ্বিতীয় কিস্তি দিতে হবে ঠিক পরের একমাসের মধ্যে।
২০১৭ সালের নভেম্বরে এসএসসি পরীক্ষার দ্বিতীয় মেধাতালিকায় অঙ্কিতার নাম ওঠে সবার উপরে। অভিযোগ, প্রথম মেধাতালিকায় প্রথম ২০ নম্বরে নাম না থাকা অঙ্কিতাকে দ্বিতীয় তালিকার একেবারে প্রথমে নিয়ে আসা হয় অবৈধভাবে। অভিযোগ ওঠে, নিজের প্রভাব খাটিয়ে পরেশ অধিকারী তাঁর মেয়ের নাম মেধাতালিকায় উপরে নিয়ে আসনে। আর এনিয়ে মামাল করেছিলেন ববিতা সরকার নামে এক এসএসসি পরীক্ষার্থী। আরও পড়ুন: Paresh Adhikary: জবাবে সন্তুষ্ট নয় সিবিআই, এসএসসি মামলায় ফের নিজাম প্যালেসে পরেশ অধিকারী
সেই মামলায় আজ অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি অভিজিৎ জানিয়েছেন, প্রায় ৪১ মাসের বেতন দুই কিস্তিতে ফেরত দিতে হবে অঙ্কিতাকে। প্রথম কিস্তি দিতে হবে ৭ জুন। দ্বিতীয় কিস্তির তারিখ ৭ জুলাই। বিচারপতির আরও নির্দেশ, নিজেকে শিক্ষক হিসাবেও পরিচয় দিতে পারবেন না অঙ্কিতা। এছাড়াও স্কুলেও ঢুকতেই পারবেন না তিনি।