কলকাতা: পঞ্চায়তে নির্বাচনের মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়া শুরু হওয়ার দিন (Nomination process for Panchayat election) থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় গণ্ডগোল শুরু হয়েছে। পরিস্থিতি এমন জায়গা গেছে যে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও গণ্ডগোল হল। মুর্শিদাবাদ কিংবা উত্তর দিনাজপুর, বীরভূম থেকে উত্তর ২৪ পরগনা। সব জায়গায় শেষ মুহূর্ত পর্যন্ত চলল গোলাগুলি। বোমাও পড়েছে বিভিন্ন এলাকায়। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তির রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে।
এই নিয়ে রাজ্য রাজনীতিতে যখন শোরগোল চলছে তখন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন হিংসা (violence) রুখতে ব্যর্থ বলে অভিযোগ করেছে বিরোধীরা। পাশাপাশি কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) পঞ্চায়েত নির্বাচনে (West Bengal Panchayat Election 2023) রাজ্যের সাতটি স্পর্শকাতর জেলায় (seven sensitive districts) কেন্দ্রীয় বাহিনী (Central forces) মোতায়েন করার বিষয়ে যে নির্দেশ দিয়েছিল, তা পালন করতে ব্যর্থ হয়েছে রাজীব সিনহার নেতৃত্বাধীন রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। এই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (West Bengal LoP and BJP leader Suvendu Adhikari)।
বৃহস্পতিবার এই মামলায় উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত (reserves order) রেখেছে কলকাতা হাইকোর্ট। আরও পড়ুন: West Bengal: মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ধুন্ধুমার কাণ্ড বীরভূমের আহমদপুরে
Calcutta High Court reserves order in PIL filed by West Bengal LoP and BJP leader Suvendu Adhikari, alleging violence in the nomination process for Panchayat election and that the State Election Commission failed to comply with the Court's previous order on deployment of Central… pic.twitter.com/KlXDLugZzL
— ANI (@ANI) June 15, 2023