শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেও এখনও পুর নিয়োগ দুর্নীতি মামলার কারণে জেলবন্দি থাকতেই হচ্ছে অয়ন শীলকে (Ayan Shil)। বুধবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেই আবেদনের বিরোধিতা করে সিবিআই। কিন্তু এদিন তাঁর জামিনের আবেদন খারিজ করে দিলেন বিচারপতি দেবাংশু বসাক ও স্মীতা দাসের ডিভিশন বেঞ্চ। আর সেই কারণেই এবার এই মামলা থেকে জামিন পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাতে চলেছেন অয়ন শীলের আইনজীবী শাহিনা হক।

জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে অয়ন শীল

এদিন আদালতে জামিনের আর্জি নিয়ে দারস্থ হয়েছিলেন অয়নের আইনজীবী। তাঁর বক্তব্য ছিল, ২ বছরের বেশি সময় ধরে তিনি গ্রেফতার রয়েছে। শুধুমাত্র অভিযুক্ত বলে বছরের পর বছর কাউকে আটকে রাখা যায় না। যদিও সিবিআইয়ের আইনজীবী ডেপুটি সলিসিটার জেনারেল ধীরেজ ত্রিবেদী বলেন, ২ বছরে মোট ১৭টি পুরসভার মধ্যে ১টি পুরসভার তদন্ত শেষ হয়েছে। দক্ষিণ দমদম পুরসভার তদন্ত শেষ হলেও এখনও বাকিটা রয়েছে। আর এই দুর্নীতিতে অয়নই মুূল পাণ্ডা বলে মনে করা হচ্ছে। বিভিন্ন জায়গায় ওএমআর শিট বিকৃত করাও হয়েছে।

জামিন খারিজ করে দিল আদালত

দুই পক্ষেরই মতামত শুনে আদালতের পর্যবেক্ষণ, তদন্ত যে জায়গায় চলছে, এই পরিস্থিতিতে মূল অভিযুক্তকে যদি ছাড়া হয়, তাহলে জনগণের কাছে ভুল বার্তা যাবে। সেই কারণে তাঁর জামিনের আবেদন খারিজ করা হল না। যদিও এদিন কেস ডায়েরি নিয়ে এসেছিলেন সিবিআইয়ের আইনজীবী, তবে এখনও চার্জ ফ্রেম করা সম্ভব হয়নি