কলকাতা, ৮ এপ্রিল: ভাদু শেখ খুনের (Vadu Sheikh Murder Case) তদন্তভারও সিবিআইয়ের (CBI) হাতে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আজ এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আগেই বগটুই গ্রামে পুড়িয়ে মারার ঘটনার তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে।
ভাদু শেখ খুনেসিবিআই (CBI) তদন্তের দাবিতে মামলা হয়েছিল হাইকোর্টে । সেই মামলায় সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চেয়েছিল, ওই খুনের মামলা নিয়ে কী ভাবছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? গতকাল সিবিআইয়ের আইনজীবী জানিয়েছিলেন যে আদালত চাইলে ভাদু খুনের তদন্তভারও নিতে রাজি তারা। গতকাল রায়দান স্থগিত রাখে প্রধান বিচারপতির বেঞ্চ। আরও পড়ুন: Rampurhat Violence Case: খেল শুরু সিবিআইয়ের, রামপুরহাট হত্যাকাণ্ডে মুম্বই থেকে গ্রেফতার ৪
Calcutta High Court hands over TMC's Bhadu Sheikh’s murder probe to CBI. He was TMC deputy Panchayat Pradhan from Bogtui, Birbhum
Earlier Birbhum, Rampurhat violence case was also handed over to CBI
— ANI (@ANI) April 8, 2022
শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় দেয়, উপপ্রধান খুনেরও তদন্ত করবে সিবিআই। এতদিন এই কেসের তদন্ত করছিল রাজ্য পুলিশ।