কলকাতা, ৭ এপ্রিল: রামপুরহাট হত্যাকাণ্ডে (Rampurhat Violence Case) সিবিআইয়ের (CBI) হাতে প্রথম গ্রেফতার। মুম্বই থেকে ৪ জনকে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা। সুত্রের খবর, ধৃতদের মধ্যে দুজনের নাম জানা গিয়েছে। তাদের নাম বাপ্পা শেখ, সাবু শেখ। মোবাইল ফোনের সূত্র ধরেই তাঁদের গ্রেফতার করা হয় বলে সিবিআই সূত্রে খবর। ধৃতদের ট্রানজিট রিমান্ডে বাংলায় আনবে সিবিআই।
আজই রামপুরহাটের বগটুই গ্রামে হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। রিপোর্টে তদন্ত সংস্থা জানিয়েছে যে ঘটনার বেশ কয়েকদিন পর তারা তদন্তভার হাতে নিয়েছে। তথ্যপ্রমাণ বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে, ভাদু শেখ খুনে (Vadu Sheikh Murder Case) সিবিআই (CBI) তদন্তের দাবিতে যে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সেই মামলায় আজ রায়দান স্থগিত রেখেছে আদালত। আরও পড়ুন: SSC Scam: নবম-দশম শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চেয়েছিল, ওই খুনের মামলা নিয়ে কী ভাবছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? আজ সিবিআইয়ের আইনজীবী আদালতকে তাদের মতামত জানিয়েছেন। আইনজীবী জানিয়েছে, আদালত চাইলে তারা তদন্তভার নিতে রাজি।