![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/04/Calcutta-High-Court-.jpg?width=380&height=214)
আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়কে (Sanjay Roy) যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত। এবার অভিযুক্তের ফাঁসির শাস্তির দাবি নিয়ে হাইকোর্টে গেল সিবিআই ও রাজ্য সরকার। যদিও এদিন রাজ্যের করা মামলা ফিরিয়ে দিল হাইকোর্ট। অন্যদিকে সিবিআইয়ের মামলা অবশ্য গ্রহণ করা হয়েছে। আসলে রাজ্য সরকারের এই আবেদন গ্রহণযোগ্য নয় বলে তা ফিরিয়ে দেওয়া হয়। শুক্রবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চে এই দুটি মামলার শুনানি হয়। সেখানেই ফিরিয়ে দেওয়া হয় রাজ্যের করা মামলাটি।
হাইকোর্টে মুখ পুড়ল রাজ্যের
প্রসঙ্গত, আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় নিম্ন আদালতে এতদিন শুনানি ছিল। যেখানে সিবিআইয়ের দেওয়া তথ্যপ্রমাণে ভিত্তিতে অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় এবং নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারকে। তারপরেই এই মামলায় অভিযুক্তের ফাঁসির দাবিতে হাইকোর্টে যাওয়ার কথা বলেছিলেন থোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এদিন সেই মামলার শুনানিতে তা প্রথমেই খারিজ করে দেয় আদালত। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, রাজ্য সরকার কোনওভাবেই কারোর ফাঁসির চেয়ে আদালতে মামলা করতে পারে না।
সুপ্রিম কোর্টে ধাক্কা খেল নির্যাতিতার পরিবার
অন্যদিকে, সুপ্রিম কোর্টে এই মামলার পুনরায় তদন্ত চেয়ে আবেদন করেছিল নির্যাতিতার পরিবার। এবং এই মামলা যাতে দ্রুত শুরু হয় সেই নিয়ে আবেদনও করেন তাঁরা। যদিও এদিন পরিবারের সেই আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, এই শুনানির তারিখ পরবর্তী সময়ে দেওয়া হবে।