ফাইল ফটো (Photo Credit: Wikimedia Commons)

বীরভূমের তারাপীঠ মন্দির প্রাঙ্গণে বেআইনি নির্মাণের অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। মামলাকারীর বক্তব্য মন্দির প্রাঙ্গণে বেআইনি ভাবে একটি নির্মাণ মাথা তুলছে। বুধবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং র ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী।

স্থানীয় সূত্রে খবর, তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিস্থল রয়েছে। মামলাকারী অভিযোগ সেই সমাধিস্থলেই নাকি বেআইনিভাবে একটি নির্মাণ গড়ে তোলা হচ্ছে। ঘটনার সূত্রপাত হয় তারাপীঠের প্রধান রাস্তার দুই ধার এবং পাণ্ডা পাড়ার নোংরা জল জমানোর জন্য তারাপীঠ শ্মশানে সেই রিজার্ভার নির্মাণ করাকে কেন্দ্র করে। জানা যাচ্ছে ওই রিজার্ভারের নোংরা জল পরে পরিস্রুত করে দ্বারকা নদীতে ফেলার পরিকল্পনা রয়েছে। তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের দাবি, তাঁরা নাকি পরিবেশ আদালতের নির্দেশে এই কাজ করছে। তবে এই নির্মাণের ব্যাপক বিরোধিতা করেছে বিজেপি। সরাসরি শ্মশানের পবিত্রতা নষ্ট করার অভিযোগ করেছেন তাঁরা।

এই  ঘটনায় বিজেপির তরফে তীব্র বিরোধিতা করা হয়েছে। বীরভূম বিজেপি-র তরফে জানানো হয়েছে তাঁদের আপত্তির জেরেই বেআইনি নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি বন্ধ হয়েছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে। তারাপীঠ মহাশ্মশানে বেআইনি নির্মাণের ঘটনায় গর্জে উঠে, বিজেপির অভিযোগ, এই সমাধিস্থলের উপরে এমন নির্মাণ গড়ে আসলে নাকি বৈষ্ণব সম্প্রদায়কে হেয় করা হচ্ছে।