নতুন দিল্লি, ১৬ এপ্রিল: বাংলায় আসানসোল লোকসভা (Asansol Lok Sabha By Election) ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের (Ballygunge Assembly By Election) ভোট গণনা চলছে। দুই কেন্দ্রেই গণনার শুরুতে এগিয়ে তৃণমূল। পশ্চিমবাংলার মত মহারাষ্ট্র,ছত্তিশগড়, বিহারের একটি করে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে। মহারাষ্ট্রের কোলাপুর উত্তর (Kolhapur North) কেন্দ্রে গণনার শুরুতে এগিয়ে কংগ্রেস প্রার্থী।
এই কেন্দ্রে শিবসেনা, এনসিপি-র সমর্থনে লড়ছেন কংগ্রেস প্রার্থী। গতবার এই আসনে শিবসেনা-বিজেপি জোট করে লড়ে কংগ্রেসকে হারাতে পারেনি। ২০২০ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের জয়ী কংগ্রেস প্রার্থী করোনায় মারা যাওয়ায় কোলাপুর উত্তর কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আরও পড়ুন: বাংলার দুই কেন্দ্রের ফলাফল জানুন
দেখুন টুইট
As per official early trends by the Election Commission, Congress leads on Kolhapur North Assembly seat in Maharashtra as counting for the by-election gets underway. pic.twitter.com/5ZvMOSDbaz
— ANI (@ANI) April 16, 2022
অন্যদিকে, ছত্তিশগড়ের খাইরাগড়ে (Khairagarh) এগিয়ে রাজ্যের শাসক দল কংগ্রেসের প্রার্থী। জনতা কংগ্রেস ছত্তিশগড় (জে) পার্টির বিধায়কের মৃত্যুতে এই আসনটি ফাঁকা হয়েছিল। অন্যদিকে, বিহারের বোছাহান বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এগিয়ে আরজেডি প্রার্থী।