কলকাতা, ১ আগস্টঃ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থা নিয়ে বেজায় চিন্তিত তামাম রাজ্যবাসী। তাঁর প্রতি মুহূর্তের শারীরিক গতিবিধি জানাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা। জানা যাচ্ছে, আগের থেকে কিছুটা স্থিতিশীল বুদ্ধদেব। বার করা হয়েছে ভেন্টিনেশন থেকে। এই মুহূর্তে রাখা হয়েছে বাইপ্যাপ সাপোর্টে। চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার সিপিএম নেতাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন বিমান বসু, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য বাম নেতারা।
মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বেশকিছু পরীক্ষা নিরীক্ষা করবেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। সেই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁরা। সোমবার বুকের সিটি স্ক্যান করা হয়েছে। ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ মিলেছে। শ্বাসনালীতেও ছড়িয়েছে সংক্রমণ। মাত্রাতিরিক্ত সংক্রমণ কমাতে দেওয়া হচ্ছে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক। তাতে কাজও হচ্ছে বলেন জানান চিকিৎসকেরা। তবে তিনি এখনও পুরোপুরি বিপদমুক্ত নন।
এদিন একদম সকালেই ভেন্টিলেশন থেকে বের করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharjee Health Update)। এখন সম্পূর্ণ সচেতন তিনি। হাসপাতাল সূত্রে খবর, বারবার বাইপ্যাপ সাপোর্টও খুলে ফেলতে চাইছেন বুদ্ধবাবু। যদিও শেষমেষ বুদ্ধবাবুকে বুঝিয়ে রাজি করান চিকিৎসকরা। তিনি নিজে থেকে কোন রকম সাপোর্ট ছাড়া যাতে নিঃশ্বাস-প্রশ্বাস নিতে পারেন তার জন্যে পালমোনারি ফিজিয়োথেরাপি দেওয়া হচ্ছে। রক্তে শর্করার পরিমাণ যাতে বেড়ে না যায় তাই ইনস্যুলিনও দেওয়া হচ্ছে তাঁকে।
একদিনে হাসপাতালে ক্রমাগত লড়ছেন ৭৯ বছরে বর্ষীয়ান বাম নেতা। অন্যদিকে অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে শুরু হয়েছে রাজনীতি। অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে আক্রমণের তির শানলেন কুণাল ঘোষ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে এসেছিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নাম না করে তাঁদের উদ্দেশে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক 'আদিখ্যেতা' বলে কটাক্ষ করেন। তিনি আরও বলেন, নিজের জামানায় বুদ্ধবাবু একাধিক ভুল কাজ করেছেন। কুনালের এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতির বাজার সরগরম।