আগামী সোমবার বাংলার ৮টি কেন্দ্রে চতুর্থ দফার নির্বাচন রয়েছে। এই আবহেই নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হল ২৬টি সোনার বিস্কুট (Gold Biscuits)। যার ওজন ৩.২০৮ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ২.৩৫ কোটি টাকা। ভোটের জন্যই দেশের প্রতিটি আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী। গোপনসূত্রে খবর পেয়ে নদিয়াতেও কয়েকদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিল বিএসএফ।
অবশেষে গত শনিবার বর্ডার এলাকায় গভীর রাতে বেআইনি কার্যকলাপ দেখতে পায় জওয়ানরা। সেই সময় ৩২ ব্যাটেলিয়ানের সেনাকর্মীরা পাহারা দিচ্ছিলেন। তাঁরাই প্রথম দেখতে পেয়ে প্রথমে শূন্যে গুলি ছোড়ে। আর তা দেখেই গা ঢাকা দেয় চোরাচালানকারীরা। কিছুক্ষণ দু'পক্ষের মধ্যে গুলি বিনিময়ও হয়। কিন্তু হতাহতের কোনও খবর নেই।
West Bengal: Due to the ongoing Lok Sabha elections in the country, BSF has increased strictness on the India-Bangladesh border, vigilant personnel of Border outpost Haldarpada, 32 Battalion, BSF under South Bengal Frontier foiled a smuggling attempt at the International Border… pic.twitter.com/OLVpyHKWGG
— ANI (@ANI) May 12, 2024
বিএসফসূত্রের খবর, ঘটনাস্থল থেকে সোনা ছাড়াও বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার হয়েছে। যদিও চোরাচালানকারীদের মধ্যে কেউ গ্রেফতার হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। এদিকে সোনাগুলি উদ্ধার করে বনপুর কাস্টমস অফিসে পাঠিয়ে দিয়েছে বিএসএফ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি আরও কঠোর করল বিএসএফ।