সীমান্ত এলাকা থেকে উদ্ধার হল ২০টি সোনার বিস্কুট (BSF Seized Gold Biscuits)। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার জিতপুর ফাঁড়ি এলাকা থেকে একটি সাইকেলের টায়ারের মধ্যে থেকে উদ্ধার হয়েছে এই সোনার বিস্কুটগুলি। ইতিমধ্যেই সেগুলি বাজেয়াপ্ত করেছে বিএসএফ জওয়ানরা। সূত্রের খবর, এই সোনাগুলি বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল পাচারকারীদের। কিন্তু সীমান্ত এলাকায় সেগুলি জওয়ানদের হাতে পড়ে যায়। যদিও পাচারকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে। তাঁর খোঁজে স্থানীয় পুলিশ ওই এলাকায় শুরু করেছে তল্লাশি অভিযান। সেই সঙ্গে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারীও। যদিও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সীমান্ত এলাকায় উদ্ধার সোনা
জানা যাচ্ছে, এদিন সকালে এক যুবক সাইকেল নিয়ে সীমান্ত পার করার চেষ্টা করছিল। সেই সময় জওয়ানদের সন্দেহ হওয়ায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। তখনই সাইকেলের টায়ার থেকে উদ্ধার হয় ২.৩৬৭ কেজি সোনা। যার আন্তর্জাতিক বাজারমূল্য ছিল ২.৩১ কোটি টাকা। যদিও এই পাচারচক্রের পেছনে কারা জড়িত, সেই বিষয়ে জানা যায়নি। উদ্ধার হওয়া সোনা ইতিমধ্যেই সংশিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।
জারি রয়েছে তল্লাশি অভিযান
বিএসএফ সূত্রে খবর, পলাতক যুবক কাশীপুর গ্রামের দিকে পালিয়েছে। তাঁর খোঁজে স্থানীয় থানায় খবর দেওয়া হয়েছে। যার ফলে জোরকদমে চলছে তল্লাশি অভিযান। এদিকে এই ঘটনা পর সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে তল্লাশি অভিযান।