একদিকে ভারত-পাকিস্তান সীমান্ত বর্তমানে অশান্ত। দুই দেশের সেনা জওয়ানের মধ্যে চলছে গুলির লড়াই। পাকড়াও হচ্ছে জঙ্গি। অন্যদিকে ভারত-বাংলাদেশ সীমান্তে্ও থামছে না পাচারের ঘটনা। কখনও ধরা পড়ছে অনুপ্রবেশকারী, কখনও আবার মাদক বা সোনা পাচারের ঘটনা ঘটছে। রবিবার এমনই একটি পাচার রুখে দিল বিএসএফ (BSF)। জানা যাচ্ছে, কয়েক কোটি টাকার সোনার বিস্কুট ও লক্ষাধিক টাকার রুপো এদিন বাজেয়াপ্ত করল পুলিশ।
সীমান্ত এলাকা থেকে উদ্ধার সোনা
সূত্রের খবর, নদিয়ার সীমান্ত এলাকায় দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জওয়ানরা টহল দেওয়ার সময় বাজেয়াপ্ত করে এই সোনা ও রুপোগুলি। জানা যাচ্ছে, এদিন ১২টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। যার আন্তর্জাতিক বাজারে এর আনুমানিক মুল্য ১.৫৬ কোটি টাকা। এছাড়া ১০.৮৩ কেজি রুপো গয়নাও উদ্ধার হয়েছে। যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি
প্রসঙ্গত, এর আগেও বাংলায় সীমান্ত লাগোয়া এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মাদক, সোনা সহ একাধিক জিনিসপত্র। তবে বর্তমানে প্রতিটি সীমান্ত এলাকাতেই বাড়ানো হয়েছে নজরদারি।