ফের রাজ্যে অবৈধভাবে ঢোকার চেষ্টা করল বাংলাদেশিরা। তবে এবার স্থলপথে নয়, বরং জলপথ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করল তাঁরা। গত শুক্রবার সুন্দরবনের (Sundarbans) সীমান্ত এলাকা থেকে পাকড়াও ১৯ জন বাংলাদেশি মৎসজীবী। অভিযুক্তরা আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে অতিক্রম করে ভারতে ঢুকে মাছ ধরছিল। তারপরেই নিরাপত্তাবাহিনীরা তাঁদের আটক করে। এরপর রবিবার সকালে সুন্দরবন কোস্টাল খানার হাতে অনুপ্রবেশকারীদের তুলে দেওয়া হয়। তারপর আজই তাঁদের আলিপুর আদালতে পেশ করা হয়েছে।
বাজেয়াপ্ত করা হয় ট্রলারটি
জানা যাচ্ছে, গত শুক্রবার রাতে ভারত-বাংলাদেশের জলপথের সীমান্ত এলাকা ক্ষিরোদখালি এলাকায় নজরদারি চালাচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। সেই সময়ই তাঁদের নজরে পরে একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার। এরপর তাঁদের ঘিরে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয় ট্রলার, জাল ও মাছ ধরার সমস্ত সরঞ্জাম। তারপর শনিবার টানা জিজ্ঞাসাবাদ করার পর রবিবার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
খুশি ভারতীয় মৎসজীবীরা
স্থানীয় মৎসজীবীদের অভিযোগ, এই বাংলাদেশিরা রাতের অন্ধকারে হামেশাই সীমান্তে অনুপ্রবেশ করে মাছ ধরছে, যার ফলে তাঁদের ব্যবসা নষ্ট হচ্ছে। সীমান্তে নজরদারি বাড়ানোর কারণে আপাতত উপকৃত হচ্ছেন সুন্দরবনের মৎসজীবীরা। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু হয়েছে।