সাতসকালে দাদার অনুপস্থিতিতে বৌদিকে বটি দিয়ে কোপাল দেওর। আর সেই দৃশ্য দেখে ফেলায় মৃতার মায়ের ওপরে পাল্টা হামলা ও এক প্রতিবেশীর পেছনে রক্তমাখা বটি নিয়ে ধাওয়া করল অভিযুক্ত যুবক। শনিবার ভোরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল দুর্গাপুরের (Durgapur) ফরিদপুর ব্লকের নিউটাউনশিপ থানা এলাকার কালীগঞ্জ গ্রামে। অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ (Durgapur Police)। সেই সঙ্গে এই ঘটনার পর এলাকায় বেশ ভালোই উত্তেজনা ছড়িয়েছে বলে খবর। নিহতের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা বিষ্ণুদের বাড়ি ভাঙচুড় করে। পরে অবশ্য পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দেওরের কুপ্রস্তাব
পুলিশসূত্রে খবর, বছর ৩০-এর বিন্দু রুইদাসের ওপর দীর্ঘদিন ধরেই কুনজর ছিল বিষ্ণুর। এদিন সকালে বিন্দুর স্বামী বাম রুইদাস কাজে বেরিয়ে গেলে অশালীন আচরণ করছিল অভিযুক্ত। তাতে বিন্দু মানা করায় ঘরের মধ্যে থাকা বটি দিয়ে বৌদির ওপর হামলা করে সে। এলোপাথারি কোপাতে থাকে বিন্দুর দেহ। সেই সময় মহিলার মা তাঁকে বাধা দিতে গেলে বটি দিয়ে তাঁকেও আঘাত করে। প্রতিবেশীরা চিৎকার শুনে বামের বাড়িতে গেলে বিষ্ণু তাঁদের ওপরেও বটি নিয়ে তেড়ে যায়। এর আগেও এলাকার মহিলাদের অশ্লীল ভিডিয়ো পাঠাত অভিযুক্ত। তখনও পুলিশে অভিযোগ জানানো হলে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
সরব এলাকাবাসী
ঘটনাটি সামনে আসতেই এলাকাবাসী পুলিশে খবর দেয়। গ্রেফতারি এড়াতে অভিযুক্ত বাড়ি ছেড়ে পালিয়ে যায়। কালীগঞ্জ মোড়ে থাকা একটি চায়ের দোকানে লুকিয়ে ছিল সে। সেখান থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। অন্যদিকে ক্ষুব্ধ এলাকাবাসী ও মৃতার পরিবার বামের বাড়িতে ভাঙচুড় চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।