অবশেষে সম্পন্ন হল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। গত রবিবার নবম-দশম শ্রেণীর পরীক্ষা হয়, এই রবিবার একাদশ-দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হল। পুজোর পরেই ফলপ্রকাশ হবে এবং নভেম্বরের মধ্যেই প্রকাশিত হবে ইন্টারভিউ প্যানেল। রবিবার এসএসসি পরীক্ষা শেষে এমনই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এবারের পরীক্ষায় তাৎপর্যপূর্ণভাবে ভিনরাজ্যের পরীক্ষার্থীদের দেখা যায়। যাঁদের মধ্যে অধিকাংশরাই ছিলেন বিহার ও উত্তরপ্রদেশ থেকে। এদিন সাংবাদিক বৈঠকে ভিনরাজ্যের পরীক্ষার্থী আসা নিয়ে বিজেপি শিবিরকে খোঁচা দিতে ভোলেননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
কটাক্ষ ব্রাত্য বসুর
তিনি কার্যত কটাক্ষের সুরে ব্রাত্য বসু বলেন, “পরিসংখ্যান বলছে বিজেপিশাসিত কোনও রাজ্যেই চাকরি নেই। তাই তাঁরা আশা করে এই রাজ্যে এসে পরীক্ষা দিয়েছেন। ফলে এইসব ডবল ইঞ্জিন সরকার নিয়ে ভুয়ো প্রচার করে কোনও লাভ নেই, তা প্রমাণিত। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এই রাজ্যে নিয়মিত ও স্বচ্ছভাবে পরীক্ষা হচ্ছে, সেটা দেখেই ভিনরাজ্যের যুবক-যুবতীরা এখানে এসে পরীক্ষা দিচ্ছেন”।
দেখুন ব্রাত্য বসুর মন্তব্য
#WATCH | North 24 Parganas | On SSC exam, West Bengal Education Minister Bratya Basu says, "...There are no jobs in the double-engine government, so they (candidates from other states) are coming to the state. Under Mamata Banerjee's leadership, exams are conducted regularly and… pic.twitter.com/45PRWmwpDV
— ANI (@ANI) September 14, 2025
কত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন?
প্রসঙ্গত, গত রবিবার নবম-দশম শ্রেণীর পরীক্ষায় ভিনরাজ্যের পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন ৩১ হাজার ৩৬২ জন। এই রবিবারে ১৩ হাজার ৫১৭ জন দিয়েছেন। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার জন। যাঁদের মধ্যে নবম-দশম শ্রেণীর জন্য ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন ছিলেন।