যোগ্যদের চাকরি কীভাবে ফেরানো যায়, সেই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সঙ্গে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজ বৈঠক হওয়ার কথা ছিল। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও একটি চিঠি পাঠানোর কথা ছিল প্রাক্তন বিচারপতির। কিন্তু মাঝপথেই এদিন সেই চিঠি ছিঁড়ে ফেলে দিয়ে বিকাশ ভবন যাবেন না বলে সিদ্ধান্ত নেন। কসবায় ডিআই অফিসের সামনে বিক্ষোভরত শিক্ষক-শিক্ষিকাদের ওপর হামলার প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও অভিজিতের এই মাঝপথে ইউটার্ন নেওয়াকে নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন ব্রাত্য।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ব্রাত্য বসুর বক্তব্য

শিক্ষামন্ত্রী এদিন বিকাশ ভবন থেকে বেরোনোর সময় বলেন, উনি আসবেন বলেছিলেন। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পরামর্শ দেবেন বলেছিলেন। সেই চিঠিটি নিয়ে আমি মুখ্যমন্ত্রীকে দিতাম। উনি রাজনীতির উর্ধ্বে উঠে শিক্ষক-শিক্ষিকাদের এই সমস্যা থেকে বেরিয়ে আনার জন্য আলোচনা করতেন। কিন্তু মাঝপথে উনি ফিরে গেলেন। তবে যে যুক্তি উনি দিয়েছেন সেটা কোনও যুক্তিই নয়। শিক্ষা দফতরের সঙ্গে পুলিশ প্রশাসনের কোনও সম্পর্ক নেই। হয়তো ওনার সামনে রাজনৈতিক কোনও প্রতিবন্ধকতা ছিল, তাই উনি ফিরে গিয়েছেন।

আন্দোলনকারী শিক্ষকদের নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য

অন্যদিকে এই কসবায় ডিআই অফিসের সামনে শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকার সবরকমভাবে সাহায্য করছে। মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও কেন তাঁরা ডিআই অফিসে যেতে গেলেন? কয়েকটাদিন কী আন্দোলন স্থগিত রাখা যেত না? আমরা সবরকমভাবে ওনাদের পাশে রয়েছি। কারোর বেতন বন্ধ হয়নি। টার্মিনেশন লেটারও হাতে আসেনি। তাহলে এই প্রতিবাদের দরকার কী ছিল?