Bomb Attack at Arjun Singh House (Photo Credits: ANI, X)

ফেট উত্তপ্ত ব্যারাকপুরের (Barrackpore) ভাটপাড়া। প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh) বাড়ি লক্ষ্য করে গুলি এবং বোমাবাজির অভিযোগ। ঘটনায় পায়ে চোট পেয়েছেন বলে জানান অর্জুন। কাঠগড়ায় শাসক দল তৃণমূল (TMC)।

শুক্রবার সকালে জগদ্দলে অর্জুন সিংহের বাড়ির বাইরে আচমকাই বোমাবাজির অভিযোগ। বোমার সাপ্লিন্টার পায়ে লেগে চোট পান বলে দাবি করেন প্রাক্তন সাংসদ। ঘটনায় জগদ্দলের মেঘনা মোড় এলাকায় তুলুল উত্তেজনা ছড়িয়েছে। হামলার ঘটনার পিছনে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের ছেলের যোগ রয়েছে বলেও জানান তিনি। এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অর্জুন। লেখেন, 'শুক্রবার সকালে যখন সবাই নবরাত্রির পুজোয় ব্যস্ত তখন কাউন্সিলর এবং স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে আমার অফিস তথা বাসস্থান মজদুর ভবনে হামলা চালানো হয়। স্থানীয় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। দুষ্কৃতীরা পুলিশের সামনেই প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে। প্রায় ১৫টি বোমা নিক্ষেপ করা হয়েছে। এক ডজনেরও বেশি রাউন্ড গুলি চালানো হয়েছে'।

অর্জুন সিংহের বাড়ির বাইরে বোমাবাজি... 

বাড়ির বাইরে বোমাবাজির এই ঘটনার জন্যে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন অর্জুন। অভিযোগ করে বলে, পরিকল্পনা করে এমন ঘটনা ঘটানো হয়েছে। রাজ্যজুড়ে তৃণমূলের প্রভাব হ্রাস পাচ্ছে। নিজেদের জমি হারানোর ভয়ে এইভাবে সাধারণ মানুষের মনের মধ্যে ত্রাসের সঞ্চার করতে চাইছে তৃণমূল। অর্জুন এও জানান, স্থানীয় তৃণমূল কাউন্সিলের ছেলে এবং তার সঙ্গে ১০-১৫ জন মিলে এই হামলার ঘটনা ঘটিয়েছে।