
পেটে অসহ্য যন্ত্রণা রাতেই সাঁকরাইল গ্রামীণ হাসপাতালে (Sankrail Rural Hospital) ভর্তি হয়েছিলেন এক বৃদ্ধা। আর বুধবার সকালে সেই হাসপাতালেরই বাইরের গেটে একটি দোকানের সামনে থেকে উদ্ধার হল দেহ। এদিন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছএ সাঁকরাইল গ্রামীণ হাসপাতালে। জানা যাচ্ছে, গতকাল রাত ৮টার কিছুটা পরে তাঁর পরিবারের লোকজনের এসে হাসপাাতালে ভর্তি করেন। সেই সময় পেটে ব্যাথা নিয়ে ছটফট করছিলেন বছর ৬৫-এর কোলাপতি পাসি। সারারাত হাসপাতালেই ছিলেন তিনি। তবে রাতে পরিবারের লোকজনেরা বাড়ি ফিরে আসে।
সকালে উদ্ধার দেহ
সকালে একটু বেলা করে হাসপাতালে যেতে গিয়ে বৃদ্ধার আত্মীয়রা দেখতে পান হাসপাতালের বাইরে একটি দোকানের সামনে ভিড় রয়েছে অনেক মানুষের। সামনে গিয়ে দেখেন পড়ে রয়েছএ কোলাপতির মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ। তাঁরা এসে দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
উঠছে হাসপাতালের গাফিলতির প্রশ্ন
এদিকে পরিবারের লোকজনেরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলছে। তবে প্রশ্ন উঠছে কীভাবে চিকিৎসারত এক রোগীর দেহ হাসপাতালের বাইরে চলে এল। এমনকী রোগীর মৃত্যুই বা হল কী করে? যদিও গোটা ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মুথে কুলুপ এঁটেছেন। অন্যদিকে এই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দফতর।