সন্তান প্রসব করতে গিয়ে দিনদুয়েক আগেই মৃত্যু হয়েছিল বসিরহাটের (Basirhat) স্বরূপনগরের বাসিন্দা নাসিমা বিবির দেহ। তারপর থেকেই আশ্চর্যজনকভাবে নিখোঁজ ছিল তাঁর সন্তান। পুলিশে পরিবারের তরফ থেকে অভিযোগ জাাননোর পরেই শুরু হয় তল্লাশি অভিযান। আর তারপরেই বৃহস্পতিবার আচমকাই ঘর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় শিশুটির নিথর দেহ। আর সেই দেহ উদ্ধার ঘিরে শুরু হয় চাঞ্চল্য। বাচ্চাটির মায়ের পরিবারের দাবি, দুজনকেই খুন করেছে শ্বশুরবাড়ির পবিবার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শিশুকন্যা হওয়ার কারণেই খুন করা হতে পারে দুজনকে।
পুলিশসূত্রে খবর, স্বরূপনগরের গোপালপুর মাঝেরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন নাসিমা বিবি। সম্প্রতি তিনি প্রসব করেন একটি শিশুকন্যা। তবে প্রসবের সময় তাঁর মৃত্যু হয়, এমনই শ্বশুরবাড়ির পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল পাড়া ও মহিলার বাপের বাড়িকে। ফলে বিষয়টি স্বাভাবিক মনে করেই পুলিশে কোনও অভিযোগ জানানো হয়নি। এবং স্বাভাবিক নিয়মেই তাঁকে সমহিত করা হয়। কিন্তু সন্দেহ হল যখন সদ্যোজাত কন্যা আচমকাই নিরুদ্দেশ হয়ে যায়।
এরপরেই পুলিশে অভিযোগ জানানোর কয়েকদিনের মধ্যে আজ তাঁর বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। পুলিশে অভিযোগ জানানোর পরেই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। অন্যদিকে মৃত মহিলার শ্বশুরবাড়ির পক্ষ থেকেও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।