প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বছরদুয়েক আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন সেলিম মাতব্বর নামে এক ব্যক্তি। তারপর বেশ কয়েকদিন গা ঢাকা দিয়েছিলেন। এরপর বানানো হয় পাসপোর্ট, আধার কার্ডের মতো একাধিক জাল নথি। সেই নথি দেখিয়েই কলকাতা একটি নিশ্চিন্তে জীবনযাপন করছিলেন। অবশেষে গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে পার্ক স্ট্রিটের ওই হোটেলে হাতেনাতে ধরা হল সেলিম নামে ওই ব্যক্তিকে। জেরার মুখে স্বীকারও করেছে যে সে একজন বিএনপি নেতা (BNP Leader)। তাঁর বিরুদ্ধে ১৪ ফরেনার্স অ্যাক্ট ও জালিয়াতি ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাঁকে আদালতে পেশ করা হয়।

পুলিশসূত্রে জানা যাচ্ছে, ধৃত বাংলাদেশি মাদারিপুরের বাসিন্দা ছিলেন। এদিন পার্ক স্ট্রিট এলাকার মার্কুইস স্ট্রিটের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় তাঁকে। তাঁর থেকে যে নথি উদ্ধার হয়েছে সেগুলিতে নিজের নাম রবি শর্মা বলে পরিচয় দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, বাংলাদেশ থেকে প্রথমে বনগাঁতে এসে ঘাঁটি গেড়েছিল সেলিম। সেখান থেকেই টাকার বিনিময়ে আধার কার্ড ও পাসপোর্ট বানিয়ে নেয় সে। তারপর নিশ্চিন্তে কলকাতা গিয়ে চাকরি করতে শুরু করে সে।

সূত্রের খবর, বছর দুয়েক আগে যখন বাংলাদেশ ছেড়েছিল সেই সময় আওয়ামী লিগের অত্যাচারের থেকে পালাতে ভারতে এসেছিল সে। আপাতত তাঁকে গ্রেফতার করে এটা জানার চেষ্টা করা হচ্ছে যে কারা তাঁকে জাল পাসপোর্ট ও আধার কার্ড বানাতে সাহায্য করেছিল।