ভরা সন্ধ্যেবেলায় ভয়াবহ বিস্ফোরণ ডায়মন্ড হারবার (Diamond Harbour) থানা এলাকা। থানার ঠিক পেছনেই একটি পুকুরপারে মজুত ছিল বিপুল পরিমাণের কাঁচা বারুদ। এদিন সন্ধ্যে ৭.৪০ নাগাদ আচমকাই সেখানে বিস্ফোরণ ঘটে। তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে থানা থেকে বেরিয়ে আসেন পুলিশকর্মীরা। মুহূর্তের মধ্যে সেই জায়গায় আগুন ধরে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন নেভায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই এবং থানায় ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর।
উদ্ধার হওয়া বারুদ থেকে বিস্ফোরণ
ডায়মন্ড হারবারের ১০ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়়কে অবস্থিত থানা। বুধবার সকালে এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় ২০ থেকে ২৫ কেজি গান পাওডার। এত পরিমাণ বারুদ থানায় রাখা সুরক্ষিত নয়, এই ভেবেই পুকুর পারে রাখা হয় সেগুলি। আচমকাই সন্ধেবেলায় তাতে আগুন লেগে যায়। তারপরই ডাকা হয় দমকল বাহিনীকে। সেই সঙ্গে এলাকায় বিদ্যুত বিচ্ছিন্নও করা হয় দীর্ঘক্ষণ।
দেখুন ভিডিয়ো
West Bengal: About 20-25 kg of seized raw gunpowder stored near a pond behind Diamond Harbour Police Station caught fire accidentally, causing a blast. Fortunately, no casualties or damage were reported. The fire brigade promptly extinguished the fire completely. pic.twitter.com/0pFdXYKXBJ
— IANS (@ians_india) May 28, 2025
শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
এদিকে গোটা এলাকা ঘিরে ফেলে আগুন নেভানোর কাজ শুরু হয়। ঘন্টাখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণেও চলে আসে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসন। তবে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ডায়মন্ড হারবারে এত পরিমাণ বারুদ কীভাবে এল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।