Anubrata Mandal: সিবিআই হেফাজতে অনুব্রত, বীরভূমে ঢাক-ঢোল পিটিয়ে মিষ্টি বিলি বিজেপির
BJP Workers Distributed Sweets In Birbhum (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১২ অগাস্ট: বীরভূমে মিষ্টি বিলি করছে বিজেপি (BJP)। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরপরই বিজেপি কর্মী, সমর্থকরা রাস্তায় নামেন।  এরপর সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিলি করতে দেখা যায় তাঁদের। প্রসঙ্গত তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)  ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়।  ফলে আগামী ২০ অগাস্ট পর্যন্ত অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতে থাকবেন।

বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে নিয়ে রাতে কলকাতার নিজাম প্যালেসের দিকে রাওনা দেন সিবিআই আধিকারিকরা।  কলকাতায় আসতে গিয়ে দীর্ঘক্ষণ যানজটে আটকে ছিল অনুব্রত মণ্ডলের গাড়ি। যানজটে আটকে থাকার সময় অনুব্রত মণ্ডলকে দেখে একের পর এক প্রশ্ন ধেয়ে আসতে থাকে।  তবে কোনও প্রশ্নের উত্তব অনুব্রত দেননি।

আরও পড়ুন: Anubrata Mandal: অনুব্রত আদালতে আসতেই স্লোগান উঠল 'চোর, চোর'

কখনও গাড়ির আসনে মাথা হেলিয়ে দিতে দেখা যায় তাঁকে।  আবার কখনও অনুব্রতকে দেখা যায়, তোয়ালে দিয়ে মুখ মুছতে।  কখনও জল খেতে দেখা যায়।  সবকিছু মিলিয়ে অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআইয়ের প্রবেশ থেকে শুরু করে, নিজাম প্যালেসে প্রবেশের মধ্যে ছিল টান টান উত্তেজনার পর্ব।