অপারেশন সিঁদুরের পর দেশের বিভিন্ন প্রান্তেই জাতীয় পতাকা নিয়ে বীর সেনাদের উদ্দেশ্যে মিছিল বের করে সাধারণ নাগরিক। মহারাষ্ট্র থেকে তেলেঙ্গানা, রাজস্থান থেকে দিল্লি, এমনকী জম্মু-কাশ্মীরেও পদযাত্রায় বেরোন অসংখ্য মানুষ। এদিকে শুক্রবার কলকাতাতেও তেরঙ্গা যাত্রা (Tiranga Yatra) করা হয় রাজ্য বিজেপির পক্ষ থেকে। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত চলে এই মিছিল। মিছিলে ২৫ ফুট দীর্ঘ জাতীয় পতাকা নজর কাড়ে সকলের। সাধারণ মানুষদের পাশাপাশি এই মিছিলে যোগ দেয় বিজেপির নেতাকর্মীরা। তবে তাৎপর্যপূর্ণভাবে এই মিছিলে দেখা যায়নি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে।

তেরঙ্গা যাত্রায় ব্রাত্য দিলীপ ঘোষ

দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর থেকেই বঙ্গ বিজেপি নেতৃত্ব দুরত্ব বাড়াতে শুরু করেন দিলীপের থেকে। এমনকী ঘটনার পর থেকে তাঁকে নিয়ে সমালোচনা শুরু করে সুকান্ত-শুভেন্দুরা। সবমিলিয়ে দলে থেকেও একঘরে হয়ে যাচ্ছেন তিনি। সূত্রের খবর, এদিন তেরঙ্গা যাত্রার জন্য দিলীপকে রাজ্য বিজেপির তরফ থেকে ডাকাই হয়নি। যদিও এই প্রসঙ্গে তিনি জানান, দলীয় কর্মসূচির কারণে তিনি মেদিনীপুরেই রয়েছেন।

দেখুন ভিডিয়ো

দলের অন্দরে একঘরে দিলীপ

প্রসঙ্গত, বঙ্গ বিজেপিতে শুভেন্দু-সুকান্ত জমানা শুরু হওয়ার পর থেকেই গুরুত্ব কমেছে দিলীপের। বিধানসভা নির্বাচনে হারের পর আরও কোনঠাসা হয়ে পড়েন তিনি। এমনকী দলীয় কোনও কর্মসূচিতেও তাঁকে তেমন ডাকা হত না। এই নিয়ে বিজেপির অন্দরেই আলাদা রাজনীতি শুরু হয়েছে। এই অবস্থায় দিলীপের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হওয়া এবং দীঘায় জগন্নাথ মন্দিরে দিলীপে যাওয়া নিয়ে আবারও চর্চায় চলে এসেছেন দিলীপ ঘোষ।